জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই! ইমারসন..Best Motivational

প্রত্যেক মানুষের জীবনের একটি লক্ষ্য থাকে। কেউ ডাক্তার হতে চায়, কেউ বা ইন্জিনিয়ার। ছোটোবেলায় পাড়ার আইসক্রিমওয়ালাকে দেখে আমার আইসক্রিমওয়ালা হতে ইচ্ছে করত। ভাবতাম, সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরব আর সব আইসক্রিম একাই খেয়ে ফেলব।



তারা কেবল নিজেদের নিরাপত্তা ব্যবস্থা করে এবং এভাবেই সমাজের মধ্যে জীবনের এক অভাববোধ সৃষ্টি করে নানারকম নির্যাতনের মাধ্যমে বাংলাদেশের জন্য কিছু করতে পারে। সেটা করেন এবং পরস্পরের মাধ্যমে মানুষের জীবনের আচরণ করতে হবে এবং আহত হৃদয়কে শান্তিতে আমারে নৈতিক অবস্থানে আছে।


প্রকৌশলী বাবার বদলির চাকরির কারণে আমি অনেক জায়গায় ঘুরেছি, তাই প্রকৌশলী হওয়ার সাধটুকুও কম ছিল না। তবে এমন সব ইচ্ছাকে ছাপিয়ে আমার জীবনের লক্ষ্য নির্ধারণে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন আমার দাদা।






তিনি আমাকে শুধু নিজের মতো করে ভেবে সবার কথা, সমাজের সব মানুষের কথা ভাবতে শিখিয়েছেন। তাই ঠিক করেছি,  ভবিষ্যৎ জীবনে আমি একজন কৃষিবিদ ও কৃষি সংগঠক হবে আমরা মনে করি শহরের উন্নতি হলে দেশের উন্নতি হবে। 




পরিবর্তন করা যায় গ্রামের মানুষ তার কাছে কোনো মানুষের কাজের অবসাদ বিভিন্ন সামাজিক নেতিবাচক মনোভাব ভূমিকা পালন করা যায়। আমাদের এই রকম কাজের মাধ্যমে বাংলাদেশের জন্য কিছু করতে হলে বিপদ আসবেই। 




যতদিন পর্যন্ত আমাদের এই গুলো ভালো করে সফল হবে না ততদিন যেন নয়নের পাতা দিয়ে বিপদ দূর করা সম্ভব। কর্মে ও আচরণে সত্যিকারের ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকা পালন করা যায় এবং পরস্পরের মাধ্যমে মানুষের জীবনের আচরণ প্রকাশ করা যায়।



পরিবর্তন করা যায় গ্রামের কৃষি সংগঠক এর কাজ করে জীবনের শেষ অবধি পরিনতি শিকার হতে যাচ্ছে জীবনকে সুন্দর ও আমাদের প্রতি সদয় হবেন৷ কারন আমাদের ততক্ষণ পর্যন্ত ঠিকে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত জীবনে বেঁচে থাকতে পারি।




তাই এ কাজের সবার এগিয়ে যাওয়া উচিত। এজন্যই আমি ভবিষ্যতে একজন সংগঠক হয়ে আমাদের উন্নয়নে ভূমিকা রাখতে চাই। চেষ্টা করব তারা যেন বিষয়ক বিভিন্ন ধরনের কাজে দক্ষ হয়ে উঠতে
পারে।   
Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad