সাধারণ পাঠাগার স্থাপনের আর্থিক সাহায্যের জন্য আবেদন

জনাব,

আমরা কুমিল্লা শহরের কলুমা পাড়ার বাসিন্দারা আলোকন নামে একটি সাধারণ পাঠাগার স্হাপনের উদ্যোগ নিয়েছি। অনেকেই ঘরবাড়ি ছেড়ে সড়ক ও রাস্তাঘাটে বাজারহাটে বিভিন্ন ধরনের কাজে পাঠাগার স্হাপন করলে ছেলে মেয়েদের মেধা ও বুদ্ধি বাড়বে। 



গ্রামের ছেলেদের আড্ডা দেওয়া কমে যাবে, সমাজের মধ্যে ভালো একটা উন্নতি বৃদ্ধি পাবে। তাছাড়া তাদের পাঠাগার স্হাপন এর মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে পারবে। অনৈতিক ও সমাজবিরোধী মনোভাব ভূমিকা পালন করতে পারবে 



তাছাড়া আমরা আমাদের এই রকম পরিনতি তাদের জন্য একটা সময় নিয়ে কথা আমি আমার জন্য নতুন শিক্ষা নিয়ে মানুষের জীবনের অবসরের বহুবিধ কারণে পাঠাগার স্হাপন করা। গ্রামের প্রায় ছেলেরা অন্য দিকে সময়টা ব্যয় করছে 



তাছাড়া আমরা নেটওয়ার্ক এর মাধ্যমে ঘরে বসে আমরা পাঠাগার এর বিভিন্ন বই পড়ে মেধা বৃদ্ধি প্রকাশ করতে পারি। কারন আমাদের এই গুলো ভালো করে বুঝা দরকার আছে বাংলাদেশের অসংখ্য কবি রয়েছেন তারা জীবন নিয়ে লেখেছেন








অসংখ্য বই। আবার কোনো কোনো সময় তারা তাদের কতটুকু সমাজের বেকার ছেলেরা জীবনে উন্নতি লাভ করবে এই সব নিয়ে তারা লেখেছেন। পাঠাগার স্হাপন করে একান্ত বাধ্যগত আমাদের এলাকায় তাই আমাদের সবার উচিত পাঠাগার স্হাপন এর জন্য সবাই এক সাথে কাজ করতে হবে। 






তা না হলে আমাদের এই দেশে কখনোই উন্নয়ন হবে না, উন্নয়ন সংস্থা থেকে অন্য সবাই এই কাজে আসবে না। সবাই কে আসতে হলে সবার মতামত নিয়ে কথা বলে পাঠাগার স্হাপন করতে হবে। 




মহোদয়ের নিকট আকুল আবেদন, উক্ত বিষয়টি বিবেচনা করে আমাদের এলাকায় পাঠাগার স্হাপন করার জন্য বিনীত প্রার্থনা আপনার কাছে। এলাকায় পাঠাগার স্হাপন করলে আপনার কাছে চিরঋণী থাকব। 

নিবেদক,

এলাকাবাসীর পক্ষ থেকে, 
দবির মিয়া।                    
Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad