ইসলাম ও নৈতিক শিক্ষা.. ইসলামিক এসএমএস বাংলা

ইসলামিক এসএমএস বাংলাঃ ক্ষুধার কষ্টে যদি কেউ রুটি চুরি করে তবে সেই চুরের হাত নয়
রাষ্ট্রপ্রধানের হাত কেটে দাও"(হযরত আলী রাঃ) ইসলামিক এসএমএস বাংলাঃ আই উইস আমি ও একদিন হজ্ব করবো, নবীজির রওজা দেখবো ইনশাআল্লাহ। 

ধৈর্য ধরো তোমার জন্য যেটা সেরা সেটা দেরিতে হলেও আসবেই ইনশাআল্লাহ। যখন
দুশ্চিন্তার চাপে পিষ্ট হয়ে যাবেন, বিপদাপদ আপনাকে ঘিরে ফেলবে তখন আপনি দূর্বল হয়ে পড়বেন না। 


সালাতের জন্য কিবলামুখী হয়ে দাঁড়ান। দেখবেন মুহূর্তের মধ্যেই আপনার সব দুঃখ- ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তিনিই আমার রব। সফলতা কোথায় খুঁজছো? সফলতা তোমাকে দিনে পাঁচবার ডাকে, এসো সফলতার দিকে। 



অব্যশই নামাজই সঙ্গী হবে, দুনিয়া থেকে কবর পর্যন্ত, কবর থেকে হাশর পর্যন্ত, এবং হাশর থেকে জান্নাত পর্যন্ত। সুবহানাল্লাহ। হে আমার পালনকর্তা আপনাকে ডেকে আমি কখনও নিরাশ হইনি ( সূরা মারইয়াম,১৯:৪।


আল্লাহ যাকে হিদায়ত করতে চান, তার অন্তরকে তিনি ইসলামের জন্য প্রশস্ত করে দেন। আল কোরআন)। কত জানাযায় পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, কোথায় জানি আছে আমারও তৈরি সাদা কাফন। 


দৌড়াও আল্লাহর দিকে, ভাগো আল্লাহর দিকে, খোঁজো আল্লাহর দিকে, পাও আল্লাহকে। আল্লাহকে পেয়েছো তো সব কিছু পেয়েছো, আল্লাহকে পাওনি তো কিছুই পাওনি। হে আল্লাহ! জীবনের এই শেষ গাড়িতে যেন ঈমান নিয়ে উঠতে পারি, সেই তাওফিক দান করুন আমিন। 


জীবনে যদি কারো কাছে হাত পাতো তবে আল্লাহর কাছে চাও সবাই খালি হাত ফিরিয়ে দিলেও তিনি কখনো ফিরিয়ে দেন না। (হযরত মুহাম্মদ সাঃ)। যখন আল্লাহ কাউকে বিপদ
থেকে উদ্ধার করতে চান, তখন তাকে এমনভাবে বিপদ থেকে উদ্ধার করেন যা মানুষ কখনো কল্পনাও করতে পারে না।


জীবন সহজ না, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো দোয়া করে, কখনো সবর করে, কখনো মাফ করে, আবার কখনো বা এড়িয়ে চলে। আর যারা কষ্টের মধ্যে ও ধৈর্য নিষ্ঠার চেষ্টা করে, তাদেরকে সু খবর দাও! 

এমন নামাজি হও, যেন এক মূহুর্তে নামাজ ছাড়া থাকতে না পারা। যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে সে জাহান্নামে প্রবেশ করবে না।


হে আমার রব, আমি তাড়াতাড়ি করে আপনার নিকট এসেছি, যাতে আপনি আমার উপর সন্তুষ্ট হন।

code is here

10101020

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad