ইসলামিক স্টেটাস বাংলা..নতুন সব ইসলামিক এসএমএস গুলো।

আসসালামু আলাইকুম আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বাংলা ইসলামিক স্টেটাস গুলো আপডেট করে থাকি এই ওয়েবসাইট টিতে। প্রতিনিয়ত আপডেট করতে থাকবো ইনশাআল্লাহ।


মানুষ সব সময় মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে, কিন্ত জাহান্নাম থেকে নয়, অথচ মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে কিন্তু মৃত্যু থেকে নয়৷ 

দুনিয়ার মসজিদ গুলো এতো সুন্দর..! না জানি আল্লাহর জান্নত  কতোটা সুন্দর...! মানুষের মধ্যে যখন শক্তির অহংকার দেখা দেয়, তখন সে নিজের ভুল গুলোকেও দুরদর্শিতা মনে করে, আর নিজের উপলব্ধি কোনো কথা শুনতে পছন্দ করে না। একাকি হয়ে যাওয়া মানে তুমি খারাপ সঙ্গী ত্যাগ করেছে।



(হযরত উমর রাঃ)। যে আপনার সফলতা কে সহ্য করতে পারবে না সে আপনার আপনজন নয়, সে আপনার ঘুর দুশমন। তিনজনের দোয়া নিসন্দেহে কবুল হয়। 


মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, সন্তানের জন্য মা বাবার দোয়া। ( ইবনেমাজাহ-৩৮৬২)। মেকআপ নষ্ট হয়ে যাবে দেখে কেউ ওজু করে না। আর কেউ ওজু করতে হবে দেখে মেকআপ করে না।


পৃথিবীর সবচেয়ে ধারালো ছুরি কি জানেন? বেয়াদবের জিহ্বা। হে আমাদের রব, আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসাবে জান্নতকে উত্তম আবাস বলা হয়েছে। 


ইসলামের পরিভাষায়, পার্থিব জীবনে যে সব মুসলিম আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে এবং পরকালীন হিসাবে যার পাপের চেয়ে পুণ্যের পাল্ল  ভারী হবে ও আল্লাহর সন্তুষ্টি লাভ করবে। 


জীবনে বড় ভূমিকা পালন করতে হলে আল্লাহকে সরণীতে থাকতে হবে। কারণ চিহ্নিত করা একান্ত বাধ্যগত আমাদের এই গুলো ভালো করে জানেন এবং পরস্পরের মাধ্যমে মানুষের জীবনের বড় অংশ হলো ঈমান।


নামাজের সাথে থাকলে আমাদের ঈমানের অঙ্গ একসঙ্গে গাঁথা। ইসলামের দিনের পথে অনেক কিছু সময় জানার আছ এবং বোঝার আছে।      

Tags

Post a Comment

12 Comments

Top Post Ad

Bottom Post Ad