Bangla Friendship Status - 2024

“বন্ধু একমাত্র সেই, যে আপনাকে সেই রূপেই দেখতে চায়, যেমনটা আপনি নিজে”

তারা সব সময় আমার হৃদয়ের টুকরো, আমার কাছে তারা শুধু বন্ধু নয়। 


“বন্ধুরা তো এমনিতেই অমূল্য হয়, গলা জড়িয়ে ধরতেই যেন দুঃখ ঘুচে যায়”

আমার কিন্তু যেইগুলো বন্ধু আছে, তারা আমার কাছে অতি প্রিয় মানুষ। 

বন্ধুত্বের সম্পর্ক হলো একটা সুন্দর দায়িত্ব, এটা সুযোগ নয়। 

একজন সত্যিকারের বন্ধু কখনই তোমাকে বাঁধা দেবেনা, যদি না তুমি ভুল পথে চলতে শুরু করো৷ 

যে সবার কাছে প্রিয় বন্ধু, সে আসলেই কারোরই বন্ধু হয় না। 


আমি অন্ধকারে একটা বন্ধুর সাথে চলা বেশি পছন্দ করবো। ব্যবসার কাজে যেমন বন্ধু দরকার প্রয়োজন, তেমনি আমাদের চলার সাথী হিসেবে আমার প্রিয় মানুষ হয়ে ওঠে বন্ধু। 


কিছু বন্ধু শুধু বন্ধু হয় না, বরং ভাই হয়। 

বাস্তবে সেই তোমার প্রকৃত বন্ধু যে তোমার বিপদের কাজে সবার আগে আসবেই। 



একটা ভালো বন্ধু তোমার পুরো জীবনটাকে বদলাতে পারবে এবং ভালো সময় নিয়ে আসবেই এটা সত্যি কথা। সত্যিকারের বন্ধু কখনোই একটা মেয়ের জন্য বন্ধুকে ছেড়ে চলে যাবে না। 


সবচেয়ে ভালো জিনিস একটা সত্যিকারের বন্ধত্বে এটা হয় যে, তোমার বন্ধ তোমায় ভালোভাবে বোঝে আর তুমিও তাকে ভালোভাবে বোঝো। 

Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad