বন্ধু যদি হও, মেঘ এর মত, দূরে যেতে দিব না তো,
বন্ধু যদি হও পাখির মতো, উড়ে যেতে দিবো না তো,
কি করে বোঝাবো তোমায় অনেক মিস করি বন্ধু।
বন্ধু তুমি যদি সত্যি মানুষের জীবনের পরিবর্তন করতে চাও তাহলে তোমার এমন একটা বন্ধু খুব বেশি দরকার তোমার পাশে সব সময় থাকবে।
বিশ্বাস তো সেই বন্ধুকে করা যায়, যে বিশ্বাস এর যোগ্য হয়, আর সেই বন্ধুকে বিশ্বাস করা উচিত যে তার বড় ধরনের কোনো বিপদ আসলেও কখনো প্রকাশ করবে না।
অভিমান করে বন্ধু তুমি চলে যাও। আবার অভিমান যখন বন্ধু তোমার শেষ হয়ে যাবে। তাহলে পৃথিবীতে বন্ধু শব্দটা কখনোই বিচ্ছদ হতো না।
সবটুকু কেড়ে নিতে ছেড়ে দেই,
বুকের ভিতর মন আছে,
মনের ভিতর তুমি বন্ধু হয়ে তোমার হৃদয়ে থাকতে চাই আমি।
চাঁদের বন্ধু সন্ধা থেকে সকাল,
কিন্ত আমার বন্ধু শুরু থেকেই শেষ নিশ্বস এ থাকবেই।
বন্ধু তৈরি হয় ভালো লাগা থেকেই, মনের মিল আর বিশ্বাস থাকাটাই হচ্ছে প্রধান কাজ। এসব দৃষ্টিভঙ্গি না থাকলেই কখনোই একটা বন্ধু তো বেশি দিন থাকে না।