রবীন্দ্রনাথ ঠাকুর সারমর্ম - ২০২২

 মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, 

মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। 



এই সূর্যকরে এই পুষ্পিত কাননে

জীবন্ত হৃদয় –মাঝে যদি স্থান পাই! 


ধরায় প্রাণের খেলা চির তরঙ্গিত, 

বিরহ মিলন কত হাসি – অশ্রু – ময়–


মানবের সুখে দুঃখে গাঁথিয়া সংগীত 

যদি গো রচিতে পারি অমর – আলয়!



শেষ কহে একদিন সব শেষ হবে, 

হে আরম্ভ, বৃথা তব অহংকার তবে। 


আরম্ভ কহিল ভাই, যেথা শেষ হয়

সেইখানে পুনরায় আরম্ভ-উদয়। 



মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা

নামের ব্যাপারটি খুব প্রয়োজন। 


অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক

রবীন্দ্রনাথ ঠাকুর... 


জীবনে তুৃমি যতই ভালো কাজ করো না কেন 

তুমিই খারাপ হবেই। রবীন্দ্রনাথ ঠাকুর। 


কাউকে বাধ্য করোনা কথা বলার জন্য, 

তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও। 


যে তোমার চোখ বুজে, 

বিশ্বাস করে তার বিশ্বাস 

কখনো হারিও না কারণ 

বিশ্বাস একবার হয় বারবার নয়। 


শূন্যতার কাছেই সুখ দুঃখ মিশ্রিত জীবনের, 

সুখের দিন গুলিতে দুঃখের দিনগুলি ভুলে যাওয়া ঠিক নয়। 

Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad