জন্মদিনের শুভেচ্ছা স্টেটাস - উইস - ২০২২

 মাঝে মাঝে ভাবি তর 

জন্মদিনটা একটা জাতীয় ছুটি 

ঘোষণা করা উচিত... 

আফটার অল, তুই আমাদের 

জাতীয় সম্পদ... 

~শুভ জন্মদিন ~   

যতদিন না সেটা হচ্ছে ততদিন 

অবধি আমরাই জানায় তাকে,, 

শুভ জন্মদিন। 



রাত্র শেষে সূর্য হাঁসে, 

আলোয় ভরা দিন, 

বারে বারে ফিরে 

আসুক তোমার 

** শুভ জন্মদিন **


সাগরের ঢেউ ফুলের সুগন্ধি, 

রাতের তারারা সবাই জড়ো হয়েছে, 

তোকে একসাথে বলতে। শুভ জন্মদিন। 


আজকের এই দিনটির জন্য 

একটা বছর ধরে ওয়েট করছি, 

কারণ এই স্পেশাল দিনে, 

সৃষ্টিকর্তা তোমাকে পৃথিবীতে 

স্পেশাল করে আমার জন্য পাঠিয়েছে! 


দিনের শেষে বলছি 

বটে শুভ জন্মদিন 

কিন্ত তোমার কথাই শুধু ভাবছি 

সারাদিন। জন্মদিনের শুভেচ্ছা। 



পৃথিবীর সব সুখ হোক 

তোমার সহায় জীবন ভুরুক

আনন্দে দুঃখ নিক বিদায় 

❤❤ শুভ জন্মদিন ❤❤

Tags

Post a Comment

3 Comments
  1. ভাই আমি তো কোড কোথায় সেটা খুজে পাই না ,, কোথায় আপনার কোড ?

    ReplyDelete

Top Post Ad

Bottom Post Ad