যে মানুষ নিজের বন্ধদের আঘাত করে ও তাদেরকে নিয়ে ঠাট্টা করে সে কখনো প্রকৃত বন্ধু হতে পারে না। একজন বিশ্বাসী বন্ধু দশ হাজার আত্নীয়ের সমান।
বন্ধুত্ব মানে বছরের পর বছর চলে যাবে,
চোখের অশ্রু শুকিয়ে যাবে,
কিন্তু তোমার আমার বন্ধুত্ব কখনই শেষ হবে না।
বন্ধু মানে গভীর রাতে হটাত টেলিফোন,
বন্ধু মানে কথার মাঝে হারিয়ে যাওয় মন।
বন্ধু মানে হাসি ঠাট্টা জয় পরাজয় বন্ধু মানে অশ্রু ফেলার নীরব আশ্রয়।
বিধাতার হাতে লিখা কার সাথে কার হবে দেখা, কেউ জানে না কবে কখন কার সাথে গিয়ে মিলবে জীবন তবুও থাকে একটি চাওয়া মনের মত বন্ধু পাওয়া।
প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু সত্যিকারের বন্ধত্ব কোনদিন হারিয়ে যাবে।
ভাগ্যবান তো সেই মানুষেরা যারা ভন্ডামির এ পৃথিবীতে সত্যিকারের বিশ্বস্ত বন্ধু খুঁজে পেয়েছে।
বন্ধু মানে খেলাধুলা হাসি ঠাট্টা মজা, রাত কাটলেই তোমায় আবার খোঁজা, বন্ধু মানে খোলা আকাশ, আমরা সবাই স্বাধীন বন্ধুর কাছে ভালোবাসার হয়না কোনো ঋণ।
যেকোনো সম্পর্কের মধ্যেই বন্ধুত্ব গড়ে উঠতে পারে, কিন্তু বন্ধুত্বে উপর আর কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে না।
সারাটা দিন খুব গরম বন্ধুত্বের মাঝে মজা চরম দুজনের বন্ধুত্বের যত্ন ছিল পরম, গল্প উঠলে থাকেনা কোনো শরম, এর নামই বন্ধুত্ব চরম।