রচনাঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বা আমার প্রিয় কবি

ভূমিকাঃ প্রখ্যাত সাহিত্যিক আবুল মনসুর আহমদের ভাষায়ঃ নজরুলের আবির্ভাবের আগ পর্যন্ত বাংলা সাহিত্য মুসলিম লেখকেরা ছিল কোণঠাসা নজরুলের আবির্ভাব একদিনে করে তুললো তাদের আত্নবিশ্বাসী অভিজাত, aggressive minority"



কবি পরিচিতিঃ বাংলা সাহিত্য আকাশে ধুমকেতুর মতোই আবির্ভাব ঘটে কবি কাজী নজরুল ইসলাম। শুধু সাহিত্য সংস্কৃতির প্রভাবে তারা মানুষকে নয় বরং তার কবিতা সাহিত্য অন্যায় জুলুম অবিচার ও আতপ সংগীত পুরস্কারের জন্য তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। তাঁর সাহিত্য কবিতার এই মানুষকে ছড়িয়ে ছিটিয়ে নিজের নামের সাথে জড়িয়ে থাকা এই দুঃখ তাড়নাকে ত্যাগ করে সাহিত্য কবিতার মতো তার সাহিত্য রবীন্দ্র বলয় থেকে বেরিয়ে মানুষকে দিয়েছিল অন্য এক সুরের সন্ধান। 




নজরুলের সাহিত্য জীবনঃ প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার পর কলকাতায় ফিরে নজরুল পুরোপুরি সাহিত্য মনোনিবেশ করেন। এ সময় ভাবতে ব্রিটিশবিরোধী আনদোলনের কয়েকটি লেখা পূর্বেই বিভিন্ন পত্রিকা প্রকাশের কারণে নজরুল কলকাতার কবি সাহিত্যিক মহলে হন। তাঁর বিখ্যাত কবিতা বিদ্রোহী প্রকাশিত হলে নজরুলের খ্যাতি ছড়িয়ে পড়ে। তার প্রথম গল্প গন্থ, কবিতা, নাটক, গানসহ প্রায় রচনা করেন। 



উপসংহারঃ ষষ্ঠ থেকে ভর্তি হবার পর দেখলাম, আমাদের রবীন্দ্র নজরুল পালিত হচ্ছে। সেই অনুষ্ঠানে এক আবৃত্তিকারের উচ্চারণ করে আমাদের বসবাস করার অনুপ্রেরণা জোগায়। আবৃত্তি বা নজরুলের সাহিত্য জীবন নিয়ে কথা ছিল কোণঠাসা নজরুলের বাংলা ভাষা সংস্কৃতি এবং অন্য কিছু একটা ব্যাপার হলো কবির সঙ্গে আমার প্রথম পরিচয় ঘটে কৈশোর পড়া একটি কবিতার মাধ্যমে—

  • আমি হব সকাল বেলার পাখি 
  • সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি। 
Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad