আমারও জানা আছে
তোমার শ্বাস- প্রশ্বাস,
কোন শক্তিধরের শক্ত হাতে।
প্রাসাদের বন্ধু আমার
আমি ধন্য ফুটপাতে।
শ্রদ্ধা ভরে স্বরণ করছি সেই সব
ভাষা শহীদদের যাদের রক্তের
বিনিময়ে আজ আমরা বাংলা,
ভাষায় কথা বলতে পারছি।
রক্তে কেনা বাংলা আমার
লাখো শহীদদের দান,
তবুও কেন বন্ধু আমার
বিদেশের প্রতি টান।
তোমার হাতে গোলাপ, তুমি ফুলের কাছে ঋণী রইলে...
বাসের অমন ভিড়ের মধ্যে মেয়েটা,
আমাকে এক লাইন কবিতা দিয়ে হঠাৎ নম্র-নেত্রপাতে..
বেলগাছিয়া নেমে গেল রক্ত গোলাপ হাতে
বাকিটা পথ রইলো শুধু ঘামের গন্ধ, ব্রিজের ধুলো..
তোমার হাতে গোলাপ, তুমি আমার কাছে ঋণী রইলে...
এক দলছুুট ফুটফুটে চাঁদ
খুনসুটি মাখা জোছনার রাত
আলতা রঙে মন মাখামাখি,
বাসক পাতায় আগুন জোনাকি।
কানিশ ছুঁয়ে টুপটাপ পড়া
তোর গাল ছুঁয়ে দিয়ে যায় ধরা,
রাজপথ আর অলিগলি বাঁক
বুক ঢিপঢিপ একুশের ডাক।
তুই আর আমি ঢিল ছোঁড়া দূর
রোজ বিনিপাত তবু রোদ্দুর,
তুই আর আমি কোণঠাসা ঘর
ঘুম চোখ আর ভিজে ভিজে ভোর..
তুই আর আমি বুনো গাঙচিল
ছোটো ছোটো খোঁজ অজানা সুনীল,
আলতা আঘাত চেনা মৌচাক,
তুই আর আমি একুশের ডাক...
মনীষীদের হৃদয় ছোয়া বাণী
যে ছেড়ে চলে যায়,
সে ফিরে আসার জন্য কখনো যায় না।
বাংলাদেশ সোনার ছেলে ভাষা শহীদের দল,
জীবন দিয়ে এনে দিলো বাংলা ভাষার ফল,
তাদের দানে আজকে আমরা স্বাধীন ভাবে বাংলা বলি,
সেই সোনার ছেলেদের ত্যাগের কথা কেমনে করে ভুলি!
রফিক, সালাম,বরকত, আরো হাজার বীর সন্তান,
করলো ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রান,
যাদের রক্তে রাঙানো একুশ ওরা যে অশ্লান,
ধন্য আমার মাতৃভাষা ধন্য তাদের প্রান।